
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
২০ নভেম্বর, সোমবার বিকেল ৪টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ওই ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর শুনানি হয়।
সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, আমি আপনাদের সঙ্গেই কথা বলছিলাম। আমার ঠিক পেছনেই কয়েক গজ দূরে বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ হয়। এটা আসলে বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য কোর্টের আঙিনায় এ ঘটনা ঘটিয়েছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বিচারের আওতায় নিয়ে আসবে। এখানে কেউ থাকলে মারাত্মক আহত হতে পারত। এটা সেই ২০১৩-১৪ সালে যেভাবে কোর্টের ভেতরে হামলা হতো সেই ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]