অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর আগাম জামিন বহাল
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ১৭:৩২
অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর আগাম জামিন বহাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কলেজ ছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে হাইকোর্টের দেয়া আগাম জামিন বহাল রাখা হয়েছে।


১৬ আগস্ট, বুধবার বিষয়টি নিয়ে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি করে চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।


এর আগে গত ১৪ আগস্ট অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে জামিন দেন হাইকোর্ট।


খন্দকার মুশতাক আহমেদ নামে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির এক দাতা সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে প্রতিকার না পাওয়ায় করা মামলায় তার জামিন মঞ্জুর করা হয়।


গত ১ আগস্ট কলেজ ছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়।


ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মামলার আবেদন করা হয়। মামলার অন্য আসামি হলেন কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী।


আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেয়।


মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়ে (ভুক্তভোগী) মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ভুক্তভোগীকে ক্লাস থেকে অধ্যক্ষের কক্ষে ডেকে আনতেন। খোঁজ নেয়ার নামে আসামি ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতেন। কিছুদিন পর আসামি মুশতাক ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় ভুক্তভোগীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করা এবং পরিবারসহ মেয়েটিকে ঢাকা ছাড়া করার হুমকি দেন।


এ বিষয়ে অধ্যক্ষের কাছে প্রতিকার চাইতে গেলেও কোনো সহযোগিতা করেননি বলে এজাহারে উল্লেখ করা হয়। বরং আসামি মুশতাককে অনৈতিক সাহায্য করে আসতে থাকেন তিনি।


উপায় না পেয়ে গত ১২ জুন ভুক্তভোগীকে গ্রামের বাড়িতে নিয়ে গেলে আসামি মুশতাক তার লোকজন দিয়ে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যান। এরপর বাদী জানতে পারেন আসামি ভিকটিমকে একেক দিন একেক স্থানে রেখে অনৈতিক কাজে বাধ্য করেছে এবং যৌন নিপীড়ন করছে।


বিবার্তা/রিয়াদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com