
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দম্পতিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু'জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
মামলায় অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ঢাবির ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ফাহিম তাজওয়ার জয়, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাজিদ আহমেদ।
ঢাবির সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিব অফিসার মো. আব্দুল মোতালেব বাদী হয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) মামলাটি করেন। এ মামলায় এখন পর্যন্ত কাওকে আটক করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারী রাতে ভুক্তভোগী দম্পতিকে শহীদ মিনার এলাকায় জয় সাজিদসহ আরো ১০-১২ জন খারাপ ভাষায় গালাগাল, শ্লীলতাহানি ও মারধর করে। এসময় তাদের থেকে ২২০০০ টাকা ও ব্যবহৃত এটিএম কার্ড ছিনতাই করে। খবর পেয়ে মামলার বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে ও তার ছেলেকে সেখানে মারধর করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, মামলাটি সোমবার গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]