
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চেয়ে রিট করা ৬৬ জন শিক্ষককে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইনডেক্সধারী শিক্ষকদের দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাড. ছিদ্দিক উল্লাহ মিয়া।
তিনি বলেন, ৬৬ জন এমপিওভুক্ত শিক্ষকের পক্ষে নেয়ামত উল্লাহ এই রিটটি করেছিলেন। রিটের শুনানি শেষে আদালত তাদের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন।
বিবাদীরা তাদের আবেদনের সুযোগ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান অ্যাড. ছিদ্দিক উল্লাহ।
বিবার্তা/রাসেল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]