১৫০০ কোটি টাকা পাচার: ইয়াসিনের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১৪
১৫০০ কোটি টাকা পাচার: ইয়াসিনের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াসিন চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করে দিয়েছেন হাইকোর্ট।


এ বিষয়ে রবিবার (৮ জানুয়ারি) পত্রিকার প্রতিবেদন দেখে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


এদিন দুদকের পক্ষে আদালতে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।


পরে আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।


বিবার্তা/রিয়াদ/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com