শিরোনাম
লিবিয়ার জাতীয় তেল সংস্থায় বন্দুকধারীদের হামলা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৭
লিবিয়ার জাতীয় তেল সংস্থায় বন্দুকধারীদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়ার জাতীয় তেল সংস্থার (এনওসি) প্রধান কার্যালয়ে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সোমবার দেশটির রাজধানী ত্রিপোলিতে অবস্থিত এ হামলা চালায় বন্দুকধারী দুর্বৃত্তরা।


আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি প্রত্যক্ষদর্শীদের বরাতে এক খবরে বলেছে, শহরের মাঝ বরাবর অবস্থিত ওই ভবনে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের তুমুল সংঘর্ষ বাধে। এ সময় গোলাগুলির পাশাপাশি বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শুনতে পান স্থানীয়রা।


এনওসিতে কর্মরত এক সদস্য রয়টার্সকে জানান, সে সময় তিনি জীবন বাঁচাতে জানালা দিয়ে পালিয়ে যান। তিন থেকে পাঁচজন বন্দুকধারী ভবনের ভেতর গুলি চালাচ্ছিল। সে সময় বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন তিনি।


এনওসি চেয়ারম্যান মোস্তফা সানাল্লাহকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে রয়টার্স।


এ হামলা কারা, কোন উদ্দেশে চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়।


প্রস্ঙ্গত, গত সপ্তাহে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার বিদ্রোহী বাহিনীর সঙ্গে রাজধানী ত্রিপোলিতে যুদ্ধ বিরতির সাময়িক চুক্তি করেছিল জাতিসংঘ। বর্তমানে জাতিসংঘের মদদপুষ্ট সরকার ত্রিপোলির ক্ষমতায় অধিষ্ঠিত।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com