
হিজাব পরেই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন ২০ বছর বয়সী ব্রিটিশ মুসলিম তরুণী সারা ইফতেখার। অবশ্য হিজাব পরে সুন্দরী প্রতিযোগিতায় সারা-ই প্রথম অংশ নিচ্ছেন তা নয়, তবে এর আগে হিজাবধারীদের কেউই ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেননি, কিন্তু সবাইকে অবাক করে সারা পৌঁছে গেছেন ''মিস ইংল্যান্ড'' প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে। এ পর্বে বিজয়ী হতে পারলে তিনি চীনে অনুষ্ঠেয় ''মিস ওয়ার্ল্ড'' প্রতিযোগিতায় ব্রিটেনের প্রতিনিধিত্ব করবেন।
আগামী মঙ্গলবার নটিংহ্যাম সিটির কেলহ্যাম হলে ''মিস ইংল্যান্ড'' প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইয়র্কশায়ারের বাসিন্দা সারা ইফতেখার হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী। পাশাপাশি তিনি পোশাকের ব্যবসাও করে থাকেন। ১৬ বছর বয়স থেকেই তিনি এ ব্যবসা করে আসছেন।
''মিস ইংল্যান্ড'' প্রতিযোগিতায় কেন অংশ নিচ্ছেন জানাতে গিয়ে সারা তার GoFundMe page-এ লিখেছেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি দেখাতে চাই যে সৌন্দর্যের আসলে কোনো সংজ্ঞা নেই। যে কেউ তার নিজস্ব পন্থায় সুন্দর হতে পারেন, তা তার চেহারা, গায়ের রঙ, গোত্র ও ওজন যা-ই হোক না কেন।
সূত্র: ডেইলি মিরর
বিবার্তা/হুমায়ুন/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]