শিরোনাম
রুশ এস-৪০০ কিনছে তুরস্ক, উদ্বিগ্ন আমেরিকা
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ১৮:০৯
রুশ এস-৪০০ কিনছে তুরস্ক, উদ্বিগ্ন আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে তুরস্কের সিদ্ধান্তে আমেরিকা উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।


মঙ্গলবার পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে ম্যাটিস আংকারাকে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে সতর্ক করে বলেন, ওয়াশিংটন তুরস্কের এ পদক্ষেপকে ভালো চোখে দেখছে না। আংকারার এ পদক্ষেপকে আমেরিকা হতাশাজনক বলে মনে করে।


তিনি বলেন, তুরস্ক একটি স্বাধীন দেশ এবং স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারে। তবে তুরস্ক যেহেতু ন্যাটো সদস্য, সে কারণে তারা রুশ ক্ষেপণাস্ত্র আনতে পারে না। আমরা এ ব্যবস্থাকে ন্যাটোর সঙ্গে সমন্বয় করতে পারব না।


তিনি বলেন, তুর্কি সরকারের এ পদক্ষেপ আমাদেরকে উদ্বিগ্ন করেছে এবং আমরা এমন পদক্ষেপের পক্ষে নই।


গত কয়েক মাস ধরে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে আমেরিকার টানাপড়েন চলছে। মার্কিন চাপের মুখে তুর্কি সরকার বলেছে, তারা যেকোনো মূল্যে রাশিয়া থেকে এস-৪০০ কিনবে এবং প্রয়োজন হলে তা ব্যবহারও করবে।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com