শিরোনাম
ইতালিতে সেতু ধসে ১০ জনের মৃত্যু
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ২০:৩৬
ইতালিতে সেতু ধসে ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালিতে সড়ক সেতু ধসে কমপক্ষে ১০ জন মারা গেছেন। মঙ্গলবার মহাসড়কের ওপর থাকা সেতুটির একাংশ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।


নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানি সংবাদমাধ্যম সিএনএন ও আলজাজিরা।


দেশটির সড়ক মন্ত্রী দ্যানিলো টনিনেল্লি জানিয়েছেন, সোমবারের এই দুর্ঘটনাটি একটি ভয়াবহ ট্রাজেডি, খুবই দুর্ভাগ্যজনক। আমি সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।


দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী জেনোয়ায় অবস্থিত মোরান্দি ব্রিজ নামে পরিচিত সেতুটি ১৯৬০ সালে নির্মিত হয়। সর্বশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়। সোমবার সেতুটি ভেঙে পড়ার সময় এর ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু গাড়ি চাপা পড়ে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সেতুর ৫০ মিটার নিচ পর্যন্ত ধ্বংসাবশেষ খুঁড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।


একজন দমকলকর্মী জানান, দুর্ঘটনার সময় অন্তত ২০টি গাড়ি ছিলো সেতুতে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।


দুর্ঘটনার সময় সড়ক সেতুটির ওপর আট থেকে নয়টি যানবাহন ছিল বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।



সংবাদমাধ্যম আল-জাজিরা খবরে বলা হয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা অনেক। স্থানীয় সম্প্রচারমাধ্যমের ফুটেজে দেখা যায়, পোন্তে মোরানদি সেতু ধসে অনেক ধুলা উড়ছে। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানায় প্রায় ২০০ মিটার ধসে গেছে।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com