শিরোনাম
জাপানে নজিরবিহীন দাবদাহ, এক সপ্তাহে মৃত ৬৫
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৬:০৪
জাপানে নজিরবিহীন দাবদাহ, এক সপ্তাহে মৃত ৬৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানে নজিরবিহীন তাপদাহে এক সপ্তাহে ৬৫ জন মারা গেছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান। এদিকে আবহাওয়া সংস্থা এই রেকর্ড তাপমাত্রাকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে অবহিত করেছে।


দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে বলছে, রবিবার পর্যন্ত এই সপ্তাহে দাবদাহে ৬৫ জন মারা গেছে এবং ২২ হাজার ৬৪৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।


সংস্থাটি আরো বলেছে, প্রচণ্ড এই দাবদাহে জুলাইয়ের প্রথম থেকে এ পর্যন্ত মোট ৮০ জন মারা গেছে এবং ৩৫ হাজার লোক হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে যারা মারা গেছে তাদের মধ্যে ছয় বছর বয়সী এক স্কুল ছাত্রও রয়েছে।


এ প্রেক্ষাপটে সরকারের শীর্ষ মুখপাত্র মঙ্গলবার বলেন, দেশের ওপর দিয়ে রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে স্কুলগামী শিশুদের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।



সরকার বলছে, তারা আগামী গ্রীষ্মের মধ্যে সকল স্কুলে শীতাতপ যন্ত্র বসানোর জন্যে তহবিল সরবরাহ করবে।


সোমবার রাজধানী টোকিওর বাইরে সায়তামার কুমেগায়ে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। এছাড়া প্রথমবারের মতো টোকিও মেট্রো এলাকায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com