শিরোনাম
‘মাদক নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১২:৪৯
‘মাদক নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের ব্যাপক নিন্দা সত্ত্বেও দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আর এই যুদ্ধ মাদক নিঃশেষ করার আগ পর্যন্ত চলবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।


সোমবার সংসদে দেয়া বক্তব্যে দুতার্তে বলেন, মাদকের বিরুদ্দে যুদ্ধ বিরতিহীনভাবে চলবে। এ যুদ্ধ থেকে অমাদের পিছু হঠানো যাবে না। জাতিসংঘসহ পশ্চিমাবিশ্বের বক্তব্যের বিষয়ে দুতার্তে বলেন, যে যাই বলুক আমরা এ যুদ্ধ চালিয়ে যাবো।


মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, তা মাদকাসক্ত পরিবারকে নতুন জীবন দান করার জন্যই চালানো হচ্ছে বলে জানান তিনি। এসময় পশ্চিমাবিশ্বসহস সমালোচকদের সমালোচনার জবাবে দুতার্তে বলেন, আমরা মানুষের মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন আর আমি উদ্বিগ্ন তাদের জীবন নিয়ে। মাদক হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে।


উল্লেখ্য, মানবাধিকার গোষ্ঠীগুলো প্রথম থেকেই দুতার্তের সমালোচনা করে আসছেন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com