শিরোনাম
মক্কায় কেবল তিন শ্রেণীর মানুষ ঢুকতে পারবে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৭:০২
মক্কায় কেবল তিন শ্রেণীর মানুষ ঢুকতে পারবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র মক্কা নগরীতে প্রবেশে জোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। অননুমোদিত যানবাহন কংবা ব্যক্তি - কাউকেই পবিত্র নগরীতে ঢুকতে দেয়া হচ্ছে না। গত ৯ জুন বলবৎ হওয়া এ কড়াকড়ির অংশ হিসেবে গত শুক্রবার পর্যন্ত ৭২,০৩৭ ব্যক্তি এবং ৩০,৪৪৯টি যানবাহনকে মক্কার বিভিন্ন প্রবেশপথ থেকে সরাসরি ফিরিয়ে দেয়া হয়েছে।


এ ব্যবস্থা হজ্ব শেষ না-হওয়া পর্যন্ত চালু থাকবে। এ সময় কেবল তিন শ্রেণীর মানুষকে মক্কায় ঢুকতে দেয়া হবে। তাঁরা হলেন - যাদের হজ্ব পারমিট আছে, যাদের মক্কায় ইস্যু করা ইকামা (আবাসন পারমিট) আছে এবং যাদের হজ্ব মৌসুমে কাজ করার পারমিট আছে।


মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে হজ্ব মৌসুমে কাজ করার পারমিট এ বছর ওয়েবপোর্টালের মাধ্যমে ইস্যু করা হয়েছে। সূত্র : সৌদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com