শিরোনাম
স্বামীকে সভাপতি করতে পদ ছাড়ছেন আজিজাহ
প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ১৮:৪৮
স্বামীকে সভাপতি করতে পদ ছাড়ছেন আজিজাহ
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বামী আনোয়ার ইব্রাহিমকে দলের প্রধান করতে স্বেচ্ছায় সভাপতির পদ ছাড়ছেন দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের শরিক পিকেআর পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।


পিকেআর পার্টিতে দুটি শিবির রয়েছে। এর একটি আজিজাহর সমর্থক এবং অন্যটি আনোয়ারের।পার্টির উপ-প্রধান মোহাম্মদ আজমিন আলী আনোয়ারের সমর্থক। আনোয়ার দলের সভাপতি হতে চাইলে তার স্ত্রী আজিজাহ স্বেচ্ছায়ই পদত্যাগ করবেন।


তবে বিশ্লেষকরা বলছেন, স্বামী আনোয়ার ইব্রাহিমকে দলের প্রধান করতে আজিজাহ স্বেচ্ছায় সভাপতির পদ ছাড়তে পারেন। সেক্ষেত্রে আগামী আগস্টে দলের অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে আনোয়ারকে সভাপতির পদে অধিষ্ঠিত করা হতে পারে।


দেশটির রাজনৈতিক বিশ্লেষক ড. এনামুল আযেলি হাসানুল মনে করেন, একজন রাজনীতিক ও পার্লামেন্ট সদস্য হিসেবে আনোয়ার ইব্রাহিম প্রত্যাবর্তন করতে চাইলে আজিজাহ দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন।


তিনি আরও বলেন, ‘এমনটি হলে সভাপতি পদের জন্য নির্বাচন অনুষ্ঠানের দরকার হবে না এবং আনোয়ার ইব্রাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন।’


সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস


বিবার্তা/আরিফুজ্জামান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com