শিরোনাম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেফতার
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১৫:৫০
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দেশটির দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ গ্রেফতার করেছে এবং বুধবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।


রাজ্য উন্নয়ন তহবিল ওয়ানএমডিবি থেকে ৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে নাজিবের বিরুদ্ধে। তার ওই বিনিয়োগ তহবিলের শত শত কোটি ডলারের কোনো হদিশ নেই। দেশটিতে মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের পর থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হচ্ছে।


নাজিবের পরিবারের ঘনিষ্ঠ দুই সূত্র জানিয়েছে, রিমান্ড আদেশ দেয়ার পর নাজিবকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় কর্তৃপক্ষ। নাজিব ক্ষমতায় থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে।


ওই দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা টার্সফোর্সের কর্মকর্তারা মঙ্গলবার বিকালে নাজিবকে তার কুয়ালালামপুরের বাসা থেকে গ্রেফতার করে।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাজিবের সঙ্গে সম্পর্কিত বাড়িগুলোতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। তার একটি বাড়ি থেকে প্রায় ২৭ কোটি ৩০ লাখ ডলার দামের অলংকার, নগদ টাকা ও হাতব্যাগ বাজেয়াপ্ত করেছে দেশটির পুলিশ। এতে রয়েছে ১৬ লাখ ডলার দামের স্বর্ণ এবং হীরার নেকলেস, ১৪টি টিয়ারা ও ২৭২টি হারমিস ব্যাগ।


পুলিশ বলেছে, মালয়েশিয়ার ইতিহাসে একবারে এতো বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কখনো বাজেয়াপ্ত হয়নি। এসব সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি ছিল অলংকার এবং এর সংখ্যা ১২ হাজার। সবচেয়ে দামী অলংকার ১৬ লাখ ডলার দামের একটি নেকলেস। আরো পাওয়া গেছে ৫৬৭টি হ্যান্ডব্যাগ, যার মধ্যে ছিল নগদ প্রায় ৩ কোটি ডলার। আরো ছিল ৪২৩টি ঘড়ি ও ২৩৪টি সানগ্লাস।


নাজিব তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। তাকে ও তার স্ত্রীকে মালয়েশিয়া ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com