শিরোনাম
ইতালিতে প্রত্যাখ্যাত ৬৩০ জন অভিবাসীকে আশ্রয় দেবে স্পেন
প্রকাশ : ১৭ জুন ২০১৮, ১৪:০৭
ইতালিতে প্রত্যাখ্যাত ৬৩০ জন অভিবাসীকে আশ্রয় দেবে স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়ার পর ইতালি ও মাল্টায় প্রত্যাখ্যাত অভিবাসী প্রত্যাশীদের আশ্রয় দেবে স্পেন।


রবিবার ৬৩০ জনের এই অভিবাসী দলকে বহনকারী তিনটি জাহাজ ভ্যালেন্সিয়ায় পৌঁছাবে। গত সপ্তাহে জাহাজ ‘আকুয়ারিয়াস’ এর মাধ্যমে লিবিয়ার কাছকাছি এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।


একটি বড় ব্যানারে এসব অভিবাসীদের অভিবাদন জানানো হবে। এরপর স্বাস্থ্য কর্মকর্তা ও অনুবাদকরা তাদের সাহায্যে নিয়োজিত হবেন।


স্পেনের নতুন সমাজতান্ত্রিক সরকার অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা জানিয়েছে, অভিবাসীদের আশ্রয় দেওয়া সংশ্লিষ্ট প্রতিটি ঘটনা তারা বিবেচনা করবে।


স্পেনের নতুন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত সপ্তাহের শুরুতে বলেন, ‘মানবিক বিপর্যয় এড়াতে এবং এসব লোকের জন্য নিরাপদ বন্দর নিশ্চিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য। আমাদের মানবাধিকার বাধ্যবাধকতার সঙ্গে সঙ্গতি রাখতেই এটি প্রয়োজন।’


তিন সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই সানচেজ অভিবাসীদের জন্য হৃদ্যতাপূর্ণ পদক্ষেপ অবলম্বন করছেন। সূত্র: বিবিসি


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com