শিরোনাম
চাঁদে পা রাখা চতুর্থ মানব অ্যালানের মৃত্যু
প্রকাশ : ২৭ মে ২০১৮, ২০:১১
চাঁদে পা রাখা চতুর্থ মানব অ্যালানের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক মার্কিন নভোচারী ও চাঁদে পা রাখা চতুর্থ মানব অ্যালান বিন আর নেই। শুক্রবার ৮৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


বিনের পরিবারের বরাতে বিবিসি জানায়, দু’সপ্তাহ আগে ইন্ডিয়ানায় অসুস্থ হয়ে পড়েন বিন। এরপর থেকে হোস্টনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।


চাঁদে ভ্রমণের আগে মার্কিন নৌ-বাহিনীর পাইলট ছিলেন অ্যালান বিন। ১৯৬৩ সালে শিক্ষানবিস হিসেবে নাসায় যোগ দেন তিনি।


মোট দু’বার মহাকাশে যাত্রা করেন বিন। প্রথমবার ১৯৬৯ সালের নভেম্বরে এপোলো-১২ এর ‘লুনার মডিউল পাইলট হিসেবে চাঁদে যাত্রা করেন। চতুর্থ মানব হিসেবে চাঁদে পা রাখেন তিনি।



ফিরে আসার পর বিন বলেন, এটি সাধারণ মানুষের কাছে যতটা না কল্পনার বিষয়, তার চেয়েও বেশি কল্প-কাহিনীর মতো ছিলো তার নিজের কাছে।


বিন দ্বিতীয়বার মহাকাশযাত্রা করেন প্রথম আমেরিকান ‘স্পেস স্টেশন’ স্কাইল্যাবের উদ্দেশ্যে যাত্রা করা ফ্লাইটের বিমানের কমান্ডার হিসেবে।


১৯৮১ সালে নভোচারী হিসেবে অবসর নেন বিন। নতুন জীবন শুরু করেন চিত্রশিল্পী হিসেবে। তার আঁকা চিত্রগুলোতে তার মহাকাশযাত্রার ছাঁপ পাওয়া যায়। চিত্রশিল্পী হিসেবেও সুনাম অর্জন করেন তিনি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com