শিরোনাম
ভেনিজুয়েলা থেকে ১৪ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার
প্রকাশ : ২২ মে ২০১৮, ১১:২০
ভেনিজুয়েলা থেকে ১৪ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিতর্কিত নির্বাচন দিয়ে নিকোলাস মাদুরোর পুনরায় ক্ষমতা গ্রহণের প্রতিবাদে ভেনিজুয়েলা থেকে ১৪টি দেশ তাদের নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।


সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর এই প্রতিক্রিয়া জানালো দেশগুলি। এসব দেশের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং কানাডাও রয়েছে।


এ ছাড়া বিরোধী দলকে বাদ দিয়ে গত রবিবারের এই নির্বাচনকে একতরফা উল্লেখ করে দেশটির উপর নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মাদুরো সরকারের দমন-পীড়ন বন্ধে দেশটিতে নতুন করে নির্বাচন দেয়ার কথা বলেন ট্রাম্প।


অন্যদিকে নির্বাচনে আবারো জয়ী হওয়ায় প্রেসিডেন্ট মাদুরোকে অভিনন্দন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আবার বেইজিং বলছে, ভেনেজুয়েলার জনগণের পছন্দের উপর সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।


এ ছাড়া মাদুরো সরকারকে অভিনন্দন জানিয়েছে এল সালভাদর এবং কিউবা।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com