সিরিয়ায় কুর্দি সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা শহরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের উদ্ধৃতি দিয়ে আলজাজিরার অনলাইন ভার্সনে এ খবর জানানো হয়।
কুর্দিজ ওয়াইপিজি বা পিপলস’ প্রোটেকশন ইউনিটস জানায়, হামলাটি আত্মঘাতী নাকি অন্য কোনো বোমা বিস্ফোরকের সাহায্যে চালানো হয়েছে তা জানা যায়নি।
অবশ্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের বার্তা সংস্থা ‘আমাক’ এ এক বিবৃতিতে জানায়, মেশিনগান ও বিস্ফোরক বেল্টসহ একজন আত্মঘাতী হামলাকারী কুর্দি বাহিনীদের একটি সমাবেশস্থলে হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়ার মধ্যভাগের শহর হামায় আত্মঘাতী হামলায় ঘটনায় দায় স্বীকার করে আইএস। সেমাবার সকালের ওই হামলায় তিনজন নিহত এবং ১১ জন আহত হয়।
গত মাসে সিরীয় সরকারি বাহিনীকে উচ্ছেদ করে হাসাকা শহরটির দখল নেয় কুর্দি বাহিনী।সূত্র: আলজাজিরা
বিবার্তা/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]