মুসলিম ব্রাদারহুড সংগঠনের এক জ্যেষ্ঠ নেতা মিশরের সরকারি গোয়েন্দা বাহিনীর হাতে নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, সোমবার এক বন্দুকযুদ্ধে জ্যেষ্ঠ নেতা মোহামেদ কামাল সংগঠনটির আরো অনেক সদস্যের সাথে নিহত হন।
মন্ত্রণালয় জানায়, কামাল সংগঠনটির সশস্ত্র শাখার দায়িত্ত্বে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ রয়েছে।
এদিকে মুসলিম ব্রাদারহুড কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে না পারলেও জানায়, সোমবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]