আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রবিবার আজারবাইজান থেকে প্যাপাল প্লেন বা পোপের নিজস্ব বিমানে রোমে ফেরার পথে ২০১৭ সালে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা জানান পোপ।
আগামী বছর বাংলাদেশ এবং ভারত সফরের ব্যপারে তিনি ‘প্রায় নিশ্চিত’ বলে জানান। অবশ্য ওই সফরের দিনক্ষণ এখনো নির্দিষ্ট করা হয়নি।
এছাড়া পর্তুগালের ঐতিহ্যবাহী ফাতিমার তীর্থযাত্রায় যোগ দিতে মে মাসে সেখানে যাবেন পোপ। পাশাপাশি আফ্রিকায় যেতে চান পোপ, তবে ঠিক কোন দেশে তা এখনো নিশ্চিত করা হয়নি। সেটি নির্ভর করবে ওই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির ওপর।
২০১৩ সালে দায়িত্ব গ্রহণের পর পোপ ইতোমধ্যেই সর্বোচ্চ ১৬টি রাষ্ট্রে ভ্রমণ করেছেন। এক্ষেত্রে সাধারণভাবে বিশ্ব মাধ্যমে কম মনোযোগ পায়, সেসব দেশই বেশি প্রাধান্য পেয়েছে পোপের ভ্রমণ তালিকায়। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]