শিরোনাম
ইউরোপে আগত অভিবাসী ৩ লাখ ছাড়িয়েছে
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৪
ইউরোপে আগত অভিবাসী ৩ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আগত অভিবাসীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত নয় মাসে অভিবাসী আগমনের এ সংখ্যা গত বছরের তুলনায় অনেক কম। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানায়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার বলেন, ‘চলতি বছর ইউরোপে পৌঁছানো অভিবাসী ও শরণার্থীর সংখ্যা আজ তিন লাখ ছাড়িয়েছে।



২০১৫ সালের প্রথম নয় মাসে ইউরোপে পাঁচ লাখ ২০ হাজার অভিবাসী ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে প্রবেশ করে। চলতি বছর অভিবাসী আগমনের হার কমলেও বিপজ্জনক সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ‘
ইউএনএইচসিআর’র বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালে এ পর্যন্ত ভূমধ্যসাগরে তিন হাজার ২১১ জন অভিবাসীর প্রাণহানি ঘটেছে। ২০১৫ সালে পুরো বছরে এ সংখ্যা ছিল তিন হাজার ৭৭১।


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com