গাজা-সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪৩, ইয়েমেনে মার্কিন বোমাবর্ষণ
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৯:৫২
গাজা-সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৪৩, ইয়েমেনে মার্কিন বোমাবর্ষণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় মঙ্গলবার (২৫ মার্চ) অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। একই সময়ে সিরিয়ার দেরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।


আল-জাজিরা আরবি জানিয়েছে, গাজার দক্ষিণের শহর খান ইউনিসের কেন্দ্রে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এতে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।


গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন উপত্যকায় অবস্থানরত সংবাদকর্মীরা।


এছাড়া, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।


সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কোয়াতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর পর এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলি বাহিনী তখন সিরিয়ার ভূখণ্ডের মধ্যে অবস্থান করছিল কি না তা স্পষ্ট করে বলা হয়নি।


হুথি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন বাহিনী ইয়েমেনের সাদা প্রদেশের সাহার জেলায় দুই দফা বিমান হামলা চালিয়েছে।


গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।


হুথি বিদ্রোহীদের মুখপাত্র জানিয়েছেন, তারা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, বিশেষ করে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের ওপর হামলা চালিয়েছে। একই সঙ্গে, ইসরায়েলের তেল আবিবে সামরিক স্থাপনাগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে।


তিনি আরও বলেন, হুথিরা ‘মার্কিন আগ্রাসনের’ বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং ‘যুদ্ধের মাত্রা বৃদ্ধি পেলে তার পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হবে’।


গাজার ওপর অবরোধ না তোলা পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলি নৌচলাচল বন্ধ ও ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। হাজারও ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই।


সূত্র: আল-জাজিরা


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com