ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৮:৫৮
ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের গাজায় নাসের হাসপাতালে আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হামাস নেতা ইসমাইল বারহুম নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।


সোমাবর (২৪ মার্চ) সংবাদসংস্থা আলজাজিরা এই তথ্য জানিয়েছে।


হামাস ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন গাজার নতুন প্রধানমন্ত্রী এবং একজন ১৬ বছর বয়সী বালক রয়েছে। গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদাররা। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।


হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম রবিবার রাতে খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন, হামাস এক বিবৃতিতে জানিয়েছে।


এক বিবৃতিতে হামাস জানিয়েছে, আমরা এই সাম্প্রতিক অপরাধের নিন্দা জানাই, যা দখলদারিত্বের দীর্ঘ সন্ত্রাসবাদের রেকর্ডকে আরও বাড়িয়ে তোলে, পবিত্রতা, জীবন এবং চিকিৎসা সুবিধা লঙ্ঘন করে।


‌‘এটি সমস্ত আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি তার অবজ্ঞা এবং আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে ধারাবাহিক হত্যার নীতি পুনরায় নিশ্চিত করে।’


এদিকে হামাস নেতার মৃত্যু নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করে জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল বারহুম ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com