
২০২৪ সালে বিভিন্ন দেশে যাওয়ার পথে প্রায় ৯ হাজার অভিবাসনপ্রত্যাশী মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।
শুক্রবার (২১ মার্চ) সংস্থাটি জানায়, গত বছর বিশ্বব্যাপী অভিবাসন পথে ৮ হাজার ৯৩৮ জন মারা গেছেন। তবে, নিহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা হয়তো আরও অনেক বেশি। কারণ, সরকারি সূত্রের অভাবের কারণে অনেক ঘটনাই অপ্রকাশিত রয়ে গেছে। সূত্র: এএফপি
এক বছরে এত মৃত্যুকে ‘অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য’ ট্র্যাজেডি বলে অভিহিত করে আইওএম জানায়, ২০২৪ সালে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে এশিয়ার ২ হাজার ৭৭৮ জন, আফ্রিকার ২ হাজার ২৪২ জন, ক্যারিবিয়ানে ৩৪১ জনের পাশাপাশি কলম্বিয়া এবং পানামার মধ্যবর্তী ড্যারিয়েন জঙ্গল অতিক্রম করতে গিয়ে ১৭৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চূড়ান্ত তথ্য পাওয়া না গেলেও সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, সেখানে অন্তত এক হাজার ২৩৩ জন মারা গেছেন।
এ ছাড়া ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারীদের প্রধান প্রবেশদ্বার ভূমধ্যসাগরে রেকর্ড ২ হাজার ৪৫২ জন মারা গেছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]