
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
সংবাদমাধ্যমটি বলছে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বৃহস্পতিবার উত্তর ত্রিপুরায় নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। অনুপ্রবেশকারীদের সহায়তা করার দায়ে আসামের সীমান্তবর্তী এলাকার এক ব্যক্তিসহ দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা মোট চার পরিবারের সদস্য এবং তারা বাংলাদেশের সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার বাসিন্দা। তারা সবাই হিন্দু এবং তাদের উপাধি ‘দাস’ বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।
সংবাদমাধ্যম বলছে, বিএসএফের ১৯৯তম ব্যাটালিয়নের সৈন্যরা উত্তর ত্রিপুরার পানিসাগরের সমরূপপাড়া বর্ডার ফাঁড়ির কাছে কয়েকটি অটোরিকশা আটকে দেয়। ১৩ জন বাংলাদেশি নাগরিককে অটোতে ভ্রমণ করা অবস্থায় পাওয়া যায়, তাদের সাথে দুজন ভারতীয় পুরুষও ধরা পড়েছে।
বিএসএফ ভারতীয় পুরুষদের সীমান্ত দালাল হিসেবে চিহ্নিত করেছে যারা অর্থের বিনিময়ে অবৈধ পারাপারের সুবিধা দিয়ে থাকে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিএসএফ তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]