দিল্লিতে ফের ছয় স্কুলে বোমা রাখার হুমকি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৮
দিল্লিতে ফের ছয় স্কুলে বোমা রাখার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দিল্লীর স্কুলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বোমা আতঙ্ক বিরাজ করছে। এক ই-মেইলে দাবি করা হয়েছিল, স্কুল চত্বরে একাধিক বিস্ফোরক রাখা আছে। একটি গোপন গোষ্ঠী স্কুলে বিস্ফোরণ ঘটাতে চাইছে। পুলিশ অবশ্য তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক খুঁজে পায়নি।


শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ছয়টি স্কুলে ই-মেইল করে বলা হয়, বোমা রাখা আছে।


এর মধ্যে রয়েছে- ইস্ট অব কৈলাশে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান, মডার্ন, কেম্ব্রিজ স্কুলসহ দিল্লির অন্তত ছয়টি স্কুলে ই-মেইল মারফত বোমা রাখার কথা বলা হয়। তারপর স্কুল কর্তৃপক্ষ সব পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দেন।


শিক্ষার্থীদের বাড়িতেও মেসেজ করে জানানো হয়, বাচ্চারা যেন স্কুলে না আসে।


ই-মেইলে বলা হয়েছে, আমি নিশ্চিত যে আপনারা স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের ব্যাগ ভালো করে পরীক্ষা করে দেখেন না। স্কুলে অত্যন্ত শক্তিশালী বোমা রাখা আছে। সেগুলো স্কুল ভবন ধ্বংস করার ও প্রচুর প্রাণহানি ঘটানোর ক্ষমতা রাখে। ১৩ বা ১৪ ডিসেম্বর স্কুলে বিস্ফোরণ হতে পারে। ১৪ ডিসেম্বর স্কুলে পেরেন্ট-টিচার্স মিটিং আছে। সেদিন বিস্ফোরণের প্রভূত সম্ভাবনা আছে।


মেইলে এটাও বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ যেন ই-মেইলের জবাব দেয়। তারপর প্রেরক তার দাবির কথা জানাবে।


মেইলের পর পুলিশ, দমকল ও বম্ব স্কোয়াডের কর্মকর্তারা স্কুলে পৌঁছান। তারা তল্লাশি শুরু করেন। দিল্লি পুলিশ প্রেরকের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখছে।


এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দিল্লির স্কুলে এই ধরনের হুমকি দেয়া হলো। গত ৯ ডিসেম্বর দিল্লির ৪০টি স্কুলে বিস্ফোরণের হুমকিযুক্ত ই-মেইল পাঠানো হয়।


পুলিশ পরে জানায়, ভুয়া হুমকি দেওয়া হয়েছিল।


দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, এটা খুবই গুরুতর ও চিন্তাজনক ঘটনা। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা ঘটতে থাকলে পড়ুয়াদের ওপর তার অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com