নিজ কার্যালয়ে
আত্মঘাতী বোমায় নিহত আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮
আত্মঘাতী বোমায় নিহত আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিজ কার্যালয়ে নিহত হয়েছেন দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি।


১১ ডিসেম্বর, বুধবার কাবুলের শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে এ হামলার ঘটনা ঘটে। একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ কথা জানিয়েছে।


নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে দেশটির সরকারি এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিসহ তার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন।


আফগানিস্তানে তালেবানের দুই দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক পরিচিত দেশটির সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানির ভাই জালালউদ্দিন হাক্কানি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।


বিস্ফোরণে নিহত খলিল উর-রহমান হাক্কানি দেশটির তালেবান নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা।


হাক্কানি পরিবার তালেবান সরকারের মধ্যে প্রভাব অর্জনের জন্য লড়াই করছে বলে মনে করা হয়। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, হাক্কানি পরিবারকে একটি প্রভাবশালী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা তালেবানের কান্দাহারভিত্তিক সর্বোচ্চ নেতার ইসলামি আইন প্রয়োগের কঠোর অনুসারী দলের বিপরীতে।


এদিকে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রাদেশিক গভর্নর, কমান্ডার ও ধর্মীয় নেতারা রয়েছেন।


তাদের অধিকাংশই ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর দাবিকৃত হামলায় নিহত হয়েছেন। তবে তালেবান বাহিনী ২০২১ সালে আফগানিস্তান দখল করার পর থেকে আফগানিস্তানে সহিংসতা কমে গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ন্যাটো নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ শেষ হয়েছে।


তবে দেশটিতে ইসলামিক স্টেট খোরাসান হিসেবে পরিচিতি আইএসের আফগান শাখা সক্রিয় রয়েছে এবং নিয়মিতভাবে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের মাধ্যমে সাধারণ মানুষ, বিদেশি নাগরিক ও তালেবান কর্মকর্তাদের লক্ষ্য করে থাকে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com