
ইসরায়েলি নেতাদের জন্য গ্রেফতারি পরোয়ানা নয়, মৃত্যুদণ্ড ঘোষণা করা উচিত। বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
সোমবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসির) সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গাজা ও লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা হামাস এবং হিজবুল্লাহ গোষ্ঠীকে সমর্থনকারী খামেনি ইসরায়েলি নেতাদের উদ্দেশে বলেন, আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটি যথেষ্ট নয়। এই অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে।
গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষা প্রধান এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
আইসিসি বিচারকদের সিদ্ধান্তে বলা হয়েছে, নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজার সাধারণ বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘ব্যাপক এবং পরিকল্পিত হামলা’ চালিয়ে হত্যা, নিপীড়ন এবং যুদ্ধের অস্ত্র হিসেবে দুর্ভিক্ষ সৃষ্টিসহ অপরাধমূলক কার্যক্রমে যুক্ত থাকার যৌক্তিক প্রমাণ রয়েছে।
এই সিদ্ধান্তকে লজ্জাজনক এবং অবাস্তব বলে নিন্দা জানিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে হেগ-ভিত্তিক আদালতের এখতিয়ার অস্বীকার ও গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা।
তবে আইসিসির সিদ্ধান্তে গাজার বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এটি সহিংসতা বন্ধ করতে এবং যুদ্ধাপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় গণহত্যা,ধর্ষণ এবং জিম্মি করার অভিযোগে ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ঘটনা দীর্ঘ অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলটিতে যুদ্ধের সূচনা করেছে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে ইসরায়েল দাবি করেছে, জুলাই মাসে এক বিমান হামলায় মাসরিকে হত্যা করেছে তারা। হামাস বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]