তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা চালাল হিজবুল্লাহ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৪
তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা চালাল হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের তেল আবিব শহরসহ দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।


রবিবার (২৪ নভেম্বর) হিজবুল্লাহর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, হিজবুল্লাহ প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ-ঘাঁটিতে অ্যাটাক ড্রোন ব্যবহার করে মুহুর্মুহু হামলা চালিয়েছে। প্রথমবারের মতো এ ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে।


লেবাননের এই গোষ্ঠী জানায়, তেল আবিবের একটি ‘‌সামরিক লক্ষ্যবস্তুতে’ উন্নত প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে হিজবুল্লাহ। তেল আবিবের শহরতলীতে অবস্থিত গ্লিলট সামরিক গোয়েন্দা ঘাঁটিতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।


তারা আরও জানায়, তেল আবিবে দফায় দফায় রকেট নিক্ষেপ করা হয়েছে এবং একই সময়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সামরিক-বেসামরিক স্থাপনাকে রকেটের নিশানা বানানো হয়েছে।


ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রোববার লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১৬০টি রকেট ছোড়া হয়েছে। তবে হিজবুল্লার রকেট হামলায় ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানায়নি ইসরায়েলি বাহিনী।


ইসরায়েলের মেডিকেল সংস্থাগুলো জানায়, রোববার লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে অন্তত ১১ ইসরায়েলি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তেল আবিবের কাছের পেতাহ টিকভা এলাকা থেকে পাওয়া ছবিতে রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া কয়েকটি গাড়ি দেখা গেছে।


ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিব শহরসহ মধ্য ও উত্তর ইসরায়েলের কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে অন্তত ১৬০টি রকেট ইসরায়েলি ভূখণ্ডে নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এর মধ্যে কিছু রকেটে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। সূত্র: এএফপি


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com