
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) গেরিলা গোষ্ঠীর হামলায় অন্তত পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হন।
২১ নভেম্বর, বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলাসকেস নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি ELN-এর বিরুদ্ধে ‘জোরালো’ প্রতিরোধমূলক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
কলম্বিয়ার সেনাবাহিনী তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই হামলার নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, হতাহত সেনাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি বিশেষ দল কাজ করছে। হামলাস্থলে সামরিক অভিযান আরও জোরদার করা হয়েছে।
২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর পেত্রো ‘পরিপূর্ণ শান্তি’ (Total Peace) নীতির প্রস্তাব করেন। তার এই নীতি দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে ৫০ বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতার অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করে।
তবে সশস্ত্র গোষ্ঠীটির সাম্প্রতিক এই হামলা দেশটির শান্তি প্রক্রিয়ার প্রেক্ষাপটে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]