
হামাসের ভারপ্রাপ্ত প্রধান খালিল আল-হাইয়া ইসরায়েলের জিম্মি মুক্তির জন্য শর্ত জানিয়েছেন। শর্ত অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে কোনো জিম্মির মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
২০ নভেম্বর, বুধবার হামাসের আল-আকসা টেলিভিশন চ্যানেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
যুদ্ধের সমাপ্তির অবস্থান পুনর্ব্যক্ত করে হামাসের ভারপ্রাপ্ত প্রধান বলেন, যুদ্ধের অবসান না হলে কোনো বন্দি-বিনিময় সম্ভব নয়।
তিনি বলেন, আগ্রাসন বন্ধ না হলে হামাস কেন বন্দিদের ফেরত দেবে। কোনো সুস্থ বা অসুস্থ মানুষ কি যুদ্ধের সময় নিজের তুরুপের তাস হারাতে চাইবে?
হাইয়া কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনার প্রধান ছিলেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং এই চুক্তি ব্যর্থ হওয়ার জন্য তাকে দায়ী করেন।
তিনি আরও বলেন, কিছু দেশ এবং মধ্যস্ততাকারীদের সঙ্গে যোগাযোগ চলছে চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য। আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দখলদারদের পক্ষ থেকে আগ্রাসন বন্ধ করার প্রকৃত ইচ্ছা থাকা দরকার।
হামাসের এই নেতা বলেন, বাস্তবতা প্রমাণ করে যে নেতানিয়াহু চুক্তি বাধাগ্রস্ত করছেন।
মঙ্গলবার গাজা সফরকালে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পর হামাস গাজার শাসন করতে পারবে না। ইসরায়েল হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছে।
নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল এখনো গাজার দখলে থাকা ১০১ বন্দিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]