
রাশিয়ার বিমান হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
এ বিষয়ে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, কিয়েভের মার্কিন দূতাবাস ২০ নভেম্বর, বুধবার সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
মার্কিন নাগরিকদের সতর্ক করে বিবৃতিতে আরও বলা হয়, বিমান সতর্কতা জারি করা হলে, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।
রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন বলেন, ন্যাটো দেশগুলোর সহযোগিতায় রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া চুপ থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]