
মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের পরিবহনমন্ত্রী হিসেবে উইসকনসিনের সাবেক প্রতিনিধি এবং ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে মনোনীত করেছেন।
১৮ নভেম্বর, সোমবার রয়টার্স এই তথ্য জানিয়েছে।
শেন ডাফির সিনেটে নিয়োগ অনুমোদন পেলে তিনি উড়োজাহাজ, গাড়ি, রেল, ট্রানজিট ও অন্যান্য পরিবহন সেবার নীতিমালার দায়িত্বে থাকবেন। পাশাপাশি, বাইডেন প্রশাসনের বরাদ্দ করা ১১০ বিলিয়ন ডলারের বাজেটও তার হাতে থাকবে। ২০২১ সালে বিগত প্রশাসন পরিবহন অবকাঠামো আইন সংস্কারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়, যার মধ্যে বিদ্যুৎচালিত গাড়ির চার্জিং স্টেশন নির্মাণের জন্য অর্থও অন্তর্ভুক্ত ছিল।
শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে শন ডাফি লিখেছেন, "আমি আপনাদেরকে পরিবহন খাতের সোনালি যুগে নিয়ে যেতে খুবই আগ্রহী।"
ট্রাম্প ইতোমধ্যেই পরিবহন খাতে বাইডেন প্রশাসনের বেশ কিছু নীতিমালা পরিবর্তন করার অঙ্গীকার করেছেন এবং এই কাজের কেন্দ্রে থাকবেন ডাফি।
ডাফির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার, যা সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বেড়েছে।
পরিবহনমন্ত্রী হিসেবে ডাফির মনোনয়ন দেওয়ার পর ট্রাম্প বলেন, "যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, টানেল, সেতু ও বিমানবন্দর পুনর্নির্মাণে তিনি শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন।"
এছাড়া, ট্রাম্প তার বক্তব্যে আরও উল্লেখ করেন, কংগ্রেসে ডাফি 'আর্থিক বিষয়ে দায়িত্বশীলতা' নিয়ে প্রচারণা চালিয়েছেন, যা প্রশংসনীয়।
ট্রাম্প সরকারের সব বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের দায়িত্বে থাকবেন ডাফি। এছাড়া, উইসকনসিনে কংগ্রেসের ডেমোক্র্যাটিক সতীর্থদের সঙ্গে বড় কিছু সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পে কাজের অভিজ্ঞতাও রয়েছে তার। সূত্র: রয়টার্স
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]