ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় নিহত ২, আহত ৭
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১৫:১০
ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় নিহত ২, আহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের সশস্র সংগঠন হিজবুল্লাহর ছোড়া রকেটে ইসরায়েলের মাজদ আল-ক্রুমে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরো সাতজন আহত হন।


২৫ অক্টোবর, শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।


সংবাদমাধ্যমটি বলছে, উত্তর আরবের এই শহরের একটি মিনি মার্কেটের কাছে রকেট আঘাত হানে। এতে নিহত হয়েছে আরজওয়ান মানা (১৯) এবং হাসান সুয়াদ (২১) নামের দুই ব্যক্তি। মনা একটি দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ করত এবং সুয়াদ সেখানে পণ্য কিনতে গিয়েছিলেন।


হিজবুল্লাহ জানিয়েছে, পার্শ্ববর্তী শহর কারমিয়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, এই আক্রমণে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল।


ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।


এর আগে শুক্রবার উত্তর ইসরায়েলে মোট ৬৫টি রকেট ছোড়া হয়েছিল। লেবাননের সীমান্তের দক্ষিণে পশ্চিম গ্যালিলের শোমেরা এলাকায় রকেটের আঘাতে অন্তত ছয় ইসরায়েলি সেনা আহত হন। আহতরা বর্তমানে ভালো আছেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com