
মধ্যপ্রাচ্যের অবস্থিত দেশটির রাজধানী দামেস্ক ও হোমস শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় এক সৈন্য নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দামেস্কের কেন্দ্রস্থলে কাফর সাউসা এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায়।
এর কিছুক্ষণ পর হোমস প্রদেশের একটি সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া যায়। তবে হতাহতরা ঠিক কোন হামলার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।
সিরিয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েল সাধারণত এ ধরনের অভিযানের দায় স্বীকার করে না। সম্প্রতি গাজা ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সিরিয়ায় ইসরায়েলি হামলার মাত্রা বাড়ছে।
এর আগে, গত সোমবার দামেস্কে একটি গাড়িতে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই ব্যক্তি নিহত হন, যাদের মধ্যে একজন হিজবুল্লাহ কমান্ডার ছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]