
৩০ দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চিঠি দিয়েছে। চিঠিতে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া না হলে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। তবে এই হুমকির মধ্যেই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার থাডের প্রথম চালান গ্রহণ করেছে ইসরাইল।
১৫ অক্টোবর, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নের স্বার্থে ইসরাইলকে সতর্ক করে চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আর প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
এতে আগামী ৩০ দিনের মধ্যে প্রত্যাশিত উন্নয়নের শর্ত দিয়ে গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে বাধা না দিতে বলেছেন তারা। লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের নির্বিচার হামলা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। বলা হয়েছে, লেবানন পরিস্থিতিটি খুব নিবিড় পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে সতর্ক করার দিনই ইসরাইলে পৌঁছেছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা-থাডের চালান। মূলত ইরান ও লেবাননের রকেট ও ড্রোন হামলা প্রতিরোধে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম শতভাগ সফলতা না পাওয়ায় দ্রুততম সময়ে থাডের চালান পাঠানোর উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন। সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]