
ভেজাল মদপানে বিহারে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৫ অক্টোবর, মঙ্গলবার রাতে রাজ্যের সিওয়ান ও সারন জেলায় এ ঘটনা ঘটেছে। যদিও বিহারে গত আট বছর ধরে মদ বিক্রি নিষিদ্ধ।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের মধ্যে অনেকে ভয়ে গা ঢাকা দিয়েছেন। কারণ ভেজাল মদপানের ঘটনায় অতীতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। স্থানীয় প্রশাসন বলছে, মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা নিশ্চিতভাবে দাবি করছেন, ভেজাল মদপানই মৃত্যুর কারণ।
এ বিষয়ে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকছেন সারনের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ কুমার। তিনি বলেন, ইব্রাহিমপুর এলাকায় দ্রুত একটি দল পাঠানো হয়েছে, যেখানে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।
রাকেশ কুমার আরও জানান, দুই ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়েছেন। আরও একজন হাসপাতালে যাওয়ার পথে মারা গেছেন। এসময় এলাকাবাসীকে অবৈধ মদ বিক্রি সম্পর্কিত তথ্য দেওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
দৃষ্টিশক্তি হারানো একজনের পিতা জানান, তাদের পরিবারের তিন সদস্য মদপানের পর অসুস্থ হয়ে পড়েন এবং একজন মারা যান। মদপানের কয়েক ঘণ্টার মধ্যেই তারা বমি করতে শুরু করেন এবং দৃষ্টিশক্তি হারানোর কথা জানান।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]