
প্রয়াত হলেন ভারতীয় শিল্পজগতের উজ্জ্বলতম নক্ষত্র রতন টাটা। গুরুতর অসুস্থ এই শিল্পপতি মুম্বইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।
এর আগে, সোমবার (৭ অক্টোবর) মুম্বইয়ের বিচ ক্যান্ডি এলাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রবীণ শিল্পপতি।
সোমবার রতন টাটা হাসপাতালে ভর্তির পরে জানান, বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তাঁর নিয়মিত মেডিক্যাল পরীক্ষা হয়, সেই জন্যই হাসপাতালে যাওয়া।
বয়স বাড়লেও কাজের জগতে সক্রিয় ছিলেন রতন টাটা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সক্রিয়। টাটা সনস (TATA Sons) সংস্থাকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে গিয়েছে, সংস্থার যা কর্মকাণ্ড, তা কার্যত এক দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের শিল্পের জগতে। গত ৬ অক্টোবর মধ্যরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের একটি হাসপাতালে।
অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে যখন উদ্বেগ বাড়ে, তখন সোশ্যাল মিডিয়ায় আসে রতন টাটার বার্তা। তিনি জানান, তিনি সুস্থই আছে। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু বুধবার ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। তখনই জানা যায়, অবস্থা আশঙ্কাজনক। আর ফেরা হল না কিংবদন্তী শিল্পপতির। রাতেই এল তাঁর মৃত্যুর খবর।
বুধবার (৯ অক্টোবর) টাটার এক প্রতিনিধি জানান, তিনি চিকিৎসায় তাৎক্ষণিকভাবে সাড়া দিচ্ছেন না। তারপর থেকেই বাড়ছিল উদ্বেগ। তারপরেই রাতে এল এই দুঃসংবাদ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।
১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। বাবা নভল টাটার জন্ম গুজরাতের সুরতে। পরে টাটা পরিবার তাঁকে দত্তক নেয়। মুম্বই, শিমলা হয়ে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুলে পড়তে যান রতন টাটা। ১৯৫৯ সালে স্থাপত্য নিয়ে স্নাতকস্তরে ভর্তি হন কর্নেল ইউনিভার্সিটিতে। সাতের দশকে TATA Group-এ ম্যানেজার স্তরের দায়িত্ব পান। ১৯৯১ সালে জেআরডি টাটা TATA Sons-র দায়িত্ব ছাড়লে রতন টাটাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করেন।
২০১২ সালে TATA Group-র এগজিকিউটিভ ক্ষমতা ছেড়ে দেন রতন টাটা। সেই জায়গায় পারিবারিক আত্মীয় সাইরাস মিস্ত্রিকে আনা হয়। কিন্তু ২০১৬ সালে সাইরাস মিস্ত্রিকে Tata Sons-র চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ফের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফেরেন রতন টাটা। এরপর, ২০১৭ সালে নটরাজন চন্দ্রশেখরণকে TATA Sons-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ঘোষণা করা হয়।
সূত্র : আনন্দবাজার, নিউজ১৮
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]