ধেয়ে আসছে ‘হারিকেন মিল্টন’
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৭
ধেয়ে আসছে ‘হারিকেন মিল্টন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেক্সিকো উপকূলে থাকা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘হারিকেন মিল্টন’ যুক্তরাষ্ট্রের দিকে ক্রমশ ধেয়ে আসছে।


এ সপ্তাহের মাঝামাঝি সময়ে ঝড়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৬ অক্টোবর, রবিবার হারিকেন মিল্টন সম্পর্কে ফ্লোরিডাবাসীদের সতর্ক করা হয়েছে।


বার্তা সংস্থা এপি জানিয়েছে, রবিবার ভোরে হারিকেন মিল্টন ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় ১ হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছে মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার। পরে এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্বদিকে অগ্রসর হয়। হারিকেনটি এখন ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতিতে ঘুরপাক খাচ্ছে।


ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, ‘মিল্টন ঠিক কোথায় আঘাত হানবে তা স্পষ্ট করে বলা না গেলে এটি ফ্লোরিডায় কঠোরভাবে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ ও আগামীকালের মধ্যে ফ্লোরিডার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।’


গত মাসের শেষের দিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে ‘হারিকেন হেলেন’ আঘাত হেনেছিল। হেলেনের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। ওই ঝড়ের আঘাতে বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছিল। ভেঙে গিয়েছিল বহু ঘরবাড়ি। প্রবল বৃষ্টিতে ডুবে গিয়েছিল অসংখ্য রাস্তা। প্রাণহানি ঘটেছিল বেশ কয়েকজন মানুষের।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com