
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মির্জাপুরের কাচোয়া সীমান্তের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ভারতের উত্তরপ্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাক্টর-ট্রেলারটি ১৩ জন শ্রমিক নিয়ে বারাণসীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুরের পুলিশ সুপার অভিনন্দন কুমার সিং বলেন, রাত একটার দিকে আমাদের কাছে খবর আসে কাচোয়া সীমান্তে জিটি রোডে একটি দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরে থাকা ১৩ জনের মধ্যে ১০ জনই ঘটনাস্থলে মারা গেছে।
এই ঘটনায় আহতদের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। ট্রাক্টরে থাকা ১৩ জন শ্রমিক ভাদোহি জেলায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
তিনি আরও বলেন, তারা বারাণসীতে তাদের গ্রাম মির্জামুরাদের দিকে যাচ্ছিল। দশ শ্রমিকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ।
এদিকে, উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]