
ইরানের মিসাইল হামলার ঘটনায় ‘দ্ব্যর্থহীন নিন্দা’ জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
২ অক্টোবর, বুধবার জাতিসংঘের মহাসচিবকে ‘ইসরায়েল বিরোধী’ আখ্যা দিয়ে তাকে সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থন দেওয়ার জন্যও অভিযুক্ত করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মঙ্গলবার (১ অক্টোবর) ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস।
‘জাতিসংঘ মহাসচিব ইসরায়েলবিরোধী, সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা এবং আগামী প্রজন্মের কাছে জাতিসংঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন’ বলে জানান তিনি।
এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) জাতিসংঘের প্রধান মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির পর এ নিয়ে নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি যুদ্ধ বিরতিরও আহ্বান জানিয়েছিলেন। সূত্র: বিবিসি বাংলা
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]