মরক্কোতে প্রবল বর্ষণে বন্যা, নিহত ১১
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৬
মরক্কোতে প্রবল বর্ষণে বন্যা, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ আছেন অন্তত ৯ জন। এই প্রদেশগুলো হলো টাটা, তিজনিত এবং এরাশিদিয়া।


রবিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ খালফি বলেন, গত দু’দিন দেশজুড়ে যে বর্ষণ হয়েছে, তা রীতিমতো অস্বাভাবিক। সাধারণ সময়ে এক বছরে মরক্কোতে যত বৃষ্টি হয়, গত দু’দিনে তার চেয়ে বেশি হয়েছে।


বৃষ্টিতে দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশের ১৭টি জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যারা নিহত এবং এখনও নিখোঁজ আছেন, তারা সবাই এই জেলাগুলোর বাসিন্দা। নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন।


এদিকে বন্যার কারণে অন্তত ৪০টি বাড়ি ঘর এবং ৯৩টি সড়ক ধ্বংস হয়েছে। এছাড়া এই ১৭ জেলার বিদ্যুৎ, সুপেয় পানির সরবরাহ এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।


টানা ৬ বছর মরক্কোর দক্ষিণাঞ্চল খরায় ভুগেছে। তারপর শুক্রবার থেকে এই বর্ষণ শুরু হয়।


ওমর গানা নামের স্থানীয় এক বাসিন্দা এএফপিকে বলেন, 'আমি গত ১৫ বছরেও এত বৃষ্টিপাত দেখিনি।'


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com