আইভরি কোস্টের উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪৫ জন।
দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাস এবং পেট্রোল ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
৮ সেপ্টেম্বর, রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
উদ্ধারকারী পুলিশ জানায়, শুক্রবার যাত্রীবাহী একটি বাস বিপরীত লেনে একটি পেট্রোল ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ইন্ডিকেটর ছাড়াই একটি মালবাহী ট্রাক পার্কিং করায় সড়ক সংকুচিত হয়েছিল।
পুলিশ আরও জানায়, ‘বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে ভয়ঙ্করভাবে আগুন ছড়িয়ে পড়ে, আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু হয়।’
আইভোরিয়ান প্রেস এজেন্সি (এআইপি) নিশ্চিত করেছে, ১৯ জন আহত শিশু কাটিওলা এবং নিয়াকারা শহরের হাসপাতালে ভর্তি হয়েছে।
উল্লেখ্য, অনেক রাস্তা ও গাড়ির খারাপ অবস্থার পাশাপাশি বেপরোয়া গতির কারণে আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]