পাকিস্তানে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৪১
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫
পাকিস্তানে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৪১
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় গত ১ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মোট ৩৪১ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬১৩ জন। খবর ভয়েস অব আমেরিকার।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে সারা দেশে ২৬ হাজার ৭৩২টি বাড়ি, ৪০টি সেতু ও বেশ কয়েকটি বিদ্যালয় আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।


বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ। সেখানে প্রবল বৃষ্টিপাতের কারণে ১২৩ জন প্রাণ হারিয়েছে এবং ৩১৭ জন আহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিহত হয়েছে ৯৯ জন এবং ১৩৪ জন আহত হয়েছে।


পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বেশিরভাগ অংশে গরম ও শুষ্ক পরিস্থিতি অনুভূত হয়েছে। শুক্রবারের মধ্যে বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হবে বলে আশা করা হচ্ছে।


বিবার্তা/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com