সিকিমে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ৪ ভারতীয় সেনা নিহত
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭
সিকিমে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ৪ ভারতীয় সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাহাড়ি রাস্তা পিছলে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ৭০০ ফুট গভীর খাদে পড়ে চার জওয়ান নিহত হয়েছেন।


পশ্চিমবঙ্গের পেডং থেকে সিল্ক রুট ধরে জ়ুলুক যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি। সিকিমের পাকিয়ং জেলায় হয় এই দুর্ঘটনা। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।


প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সিকিমের পাকিয়াং জেলায় সড়ক দুর্ঘটনায় চার সেনা সদস্য নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পশ্চিমবঙ্গের বিন্নাগুড়িতে অবস্থানরত সেনাবাহিনীর ইএমসি সদস্যদের বহনকারী গাড়িটি রেনক-রংলি হাইওয়ে বরাবর রাস্তা থেকে গভীর খাদে ছিটকে পড়ে এবং নিচে একটি জঙ্গলে পড়ে যায় বলে জানান তারা।


গাড়িটিতে চারজন আরোহী ছিলেন যাদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে।


নিহতরা হলেন– মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে। নিহতদের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিলেন তারা। পথে সিকিমের পাকিয়াং জেলায় এই দুর্ঘটনা ঘটে। তারা রেনক-রংলি স্টেট হাইওয়ে ধরে যাচ্ছিলেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com