
গত সোমবার ইতালির সিসিলি ভূমধ্যসাগরীয় উপকূলে বিলাসবহুল প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ এবং তার মেয়ে হান্নাসহ (১৮) ৬ জন নিখোঁজ হয়েছিলেন।
পরে গতকাল বুধবার (২১ আগস্ট) চারটি মৃতদেহ তীরে ফেরত আনার খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। পরে আরো একটি মরদেহ উদ্ধারের খবর দেয় তারা। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনই কিছু জানাতে পারেনি তারা। এখনো নিখোঁজ রয়েছেন প্রমোদতরির একজন যাত্রী।
ডুবে যাওয়া তরীর ধ্বংসাবশেষের খোঁজ পেতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পানির নিচে রিমোট চালিত যান ব্যবহার করছে। এ ধরনের যান সমুদ্রের তলদেশে ৩০০ মিটার গভীরে অনুসন্ধান চালাতে পারে।
উল্লেখ্য, ঝড়ের মুখে পড়ে বায়েসিয়ান নামের ইয়টটি ডুবে যাওয়ার পর তাৎক্ষণিকভাবেই একজনের মৃত্যু এবং ছয়জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]