ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিম রাজ্যে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (এনএইচপিসি) তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ আগস্ট) সকালে তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।
৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিলো উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘন ঘন ভূমিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ঝুঁকিতে ছিলো। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশে ধস নামলে বিদ্যুৎ কেন্দ্রটি ধংসস্তুপে চাপা পড়ে যায়।
ভূমিধসের কারণে কয়েকদিন আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্রটি খালি করায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ কেন্দ্রটির আশপাশের এলাকায় থাকা বাসিন্দাদের ধারণ করা কয়েকটি সাজামিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে, সকালে পাহাড়ের একটি অংশে ধস নামতে শুরু করে এবং এর কিছুক্ষণ পরই বিদ্যুৎ কেন্দ্রের ওপর আছড়ে পড়ে পাহাড়ের বড় একটি অংশ।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ বিস্ফোরণের পর থেকেই তিস্তা বাঁধের ওই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিলো।
ওই ঘটনায় আকস্মিক বন্যায় সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]