ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দেশ গ্রিস। রবিবার (১১ আগস্ট) গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি দু’টি বনাঞ্চলে শুরু হয় দাবানল। তীব্র বাতাসের কারণে দ্রুতই চারপাশে ছড়িয়ে যায় আগুন। কেবলমাত্র বার্নভাসেই পুড়ে গেছে ১০০ কিলোমিটার বনাঞ্চল। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। এমন পরিস্থিতিতে দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে দেশটি। খবর, বিবিসির।
স্পেন, ইতালি, তুরস্ক ও কানাডার কাছ থেকে সাহায্য চেয়েছে গ্রিস সরকার। এরই মধ্যে একটি সুপার পুমা ইউটিলিটি হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্সও। অন্যদিকে, ৭৫ জন অগ্নিনির্বাপক কর্মী ও ২৫টি যানবাহন পাঠানো হবে বলে জানিয়েছে চেক প্রজাতন্ত্র।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ো বাতাসের কারণে দ্রুত গতিশীল দাবানলটি সোমবার (১২ আগস্ট) এথেন্সের প্রান্তে ছড়িয়ে পড়েছে। শহরের গাছ, বাড়ি, গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতাল এবং শহর ও গ্রামবাসীকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা।
এর আগে শনিবার (১০ আগস্ট) থেকে গ্রিসে ৪০টি দাবানল সক্রিয় রয়েছে। কোনো কোনো জায়গায় আগুনের শিখা ৮০ ফুট উচ্চতায় অবস্থান করছে। ৭টি দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে দমকল বাহিনী। কাজ করছে ফায়ার সার্ভিসের ৬৭০ সদস্য। অভিযানে ব্যবহার করা হচ্ছে ১২টি বিমান ও ৭টি হেলিকপ্টার।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]