
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী দিল্লির বহু রাস্তায় পানি জমে গিয়েছে। বুধবার (৩১ জুলাই) রাতে দিল্লিতে এক ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রগতি ময়দানের কাছে বৃষ্টি হয়েছে ১১২ মিলিমিটারেরও বেশি। গভীর রাত পর্যন্ত দীর্ঘ যানজট ছিল। দিল্লিজুড়ে অনেক রাস্তাই পানির নিচে চলে যায়।
দিল্লির গাজিপুরে তনুজা ও তার তিন বছরের ছেলে প্রিয়াংশ পানিতে ডোবা রাস্তায় নালার মধ্যে পড়ে গিয়ে মারা গেছেন। গুরুগ্রামের ইফকো চকে বিদ্যুৎবাহী তার রাস্তায় জমা পানিতে পড়ে তিনজনের মৃত্যু হয়। সবজি মণ্ডিতে বাড়ি ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে একজনের। সবমিলে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
মোট দশটি বিমান ঝড়-বৃষ্টির সময় দিল্লিতে নামতে পারেনি। আটটি বিমানকে জয়পুর ও দুইটি বিমানকে লখনউ পাঠিয়ে দেওয়া হয়।
দিল্লিতে বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, দিল্লিতে বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি হবে। খুব দরকার না থাকলে মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৫ অগাস্ট পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে।
বৃহস্পতিবার দিল্লির সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী অতিশি জানিয়েছেন, প্রবল বৃষ্টি হতে পারে বলে সরকারি ও বেসরকারি সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিমাচল প্রদেশের রামপুরে প্রবল বৃষ্টির পর সৃষ্ট বন্যায় ২ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৫৩ জন। একটি পানিবিদ্যুৎ কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটেছে। এলাকায় রাস্তাঘাট ভেসে গেছে। বিপর্যয় মোকাবিলার দায়িত্বে থাকা কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন।
এদিকে উত্তরাখণ্ডের তেহরিতে দুজনের মৃত্যু হয়েছে। তিনজন নিখোঁজ। কেদারনাথে আটক পড়েছেন অনেকে। এছাড়া হরিদ্বারে বৃষ্টির ফলে একটি বাড়ি ভেঙে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]