
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে রাখার অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত।
১৫ জুলাই, সোমবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অ্যালিন ক্যানন মামলাটি খারিজ করে দিয়েছেন।
রায়ে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি সরানোর মামলা দায়েরকারী বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের নিয়োগ সংবিধানসম্মত ছিল না।
তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ কাউন্সেল পদের জন্য স্মিথকে নিয়োগের নাম ঘোষণা করেননি। এমনকি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটও তার নিয়োগ নিশ্চিত করেনি। ফলে তার নিয়োগ অবৈধ এবং তা সংবিধানের নিয়োগ সংক্রান্ত বিধিরও লঙ্ঘন।
বিচারক ক্যানন খুবই আকস্মিকভাবে এমন একটি ফৌজদারি মামলার এই বিস্ময়কর রায় দিলেন, যে মামলাটি রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নির্বাচনের এই সময়ে সব আইনি হুমকির মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসাবেই দেখা হচ্ছিল।
উল্লেখ্য, সোমবার দেশটির উইসকনসিন রাজ্যে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন থেকে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাবেন ডোনাল্ড ট্রাম্প।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]